মোঃ রাশেদ বাহাদুর:
নারায়ণগঞ্জ: প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন। সোমবার (১০ জুন) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের বন্দর উপজেলার চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং বন্দরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চেয়ারম্যান পদে ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাকসুদ হোসেন। চেয়ারম্যান পদে অপর প্রার্থী এম এ রশিদ পেয়েছেন ১৪ হাজার ৮৩৮ভোট, মো. আতাউর রহমান মুকুল পেয়েছেন ১২হাজার ৬২২ভোট ও মো. মাহমুদুল হাসান পেয়েছেন ২৫৫ ভোট। উপজেলার ৫টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রের ৩৫৭টি ভোট কক্ষে বিরতীহীনভাবে ভোটগ্রহণ হয়। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ