আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে ইএসডিও আয়োজনে এবং ইউনিলিভার বাংলাদেশ এর সহযোগিতায়। ভাংবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ,চেয়ারম্যান মার্কেট ও ইএসডিও বাচোর শাখা অফিসে চত্বরে সমৃদ্ধি প্রকল্পের। উপকার ভোগীদের কে ৪০০এমএল বোটল ভ্যাসলিন লোশন বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জিতেন্দ্রনাথ বর্মন, চেয়ারম্যান বাচোর ইউনিয়ন,
আবু রায়হান, জোনাল ম্যানেজার রানীশংকৈল জোন, আবু বক্কর সিদ্দিক এরিয়া ম্যানেজার পীরগন্জ, দেলোয়ার হোসেন শাখা ব্যবস্থাপক বাচোর, আলমগীর হোসেন সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়) পিপিইপিপি -ইইউ প্রকল্প, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইএসডিও উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন।