নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) এর আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ইকবাল হোসেন অপুকে সমর্থন জানাতে এবং নির্বাচনী প্রচারনায় একাত্মতা প্রকাশ করতে তার বাসভবনে এসে স্বাক্ষাত করেন শরীয়তপুরের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। উপস্থিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানে'র ডাকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলো বলেই আজ আমি এম,পি হতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। তাদের এই ত্যাগের ঋণ কোনোভাবেই শোধ করার নয়। মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিও আমাদের দ্বায়িত্ব আছে। তাদের প্রাপ্য সম্মান দিতে হবে, মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের কথা দিতে পারি আপনাদের যে-কোনো সমস্যায় আপনারা আমাকে পাশে পাবেন। শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কবির হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করতে এবং এই নির্বাচনকে সফল করতে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা আপনার পাশে আছি। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান বলেন কোনো অপশক্তির ভয়ে আমরা পিছিয়ে থাকবো না। ১৯৭১ সালে আমাদের পিতারা যেমন জাতির মুক্তির প্রয়োজনে যুদ্ধ করেছে আমরা জাতির অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করবো। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন বুলেট হাকিদার বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সুযোগ্য কন্যা গনতন্ত্রের মানষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র সরকারের সময়েই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বেশি সম্মান ও সহযোগিতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের পিতারা যেমন বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলো আমরাও তেমনিভাবে প্রস্তুত আছি জননেত্রী শেখ হাসিনার ডাকে সরা দিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া'র ও স্বাধীনতা রক্ষায় যুদ্ধে সামিল হতে। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্তের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান শরীয়তপুর জেলার সভাপতি মোঃ আল মাসুম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্আলম খান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া, ইমরান হাওলাদার, জসিম মল্লিক, হেমায়েত হোসেন সহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ