স্টাফ রিপোর্টার:
আমেরিকা ভিত্তিক দাতা সংস্থা ইকো এর অর্থায়নে ৯০ জন দরিদ্র প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণ অনুষ্ঠান (১৩ জানুয়ারী) শনিবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের চেয়ারম্যান ও আমানের উপদেষ্টা মুহাম্মাদ আতা উল্লাহ খান গ্রাজুয়েটদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, উপদেষ্টা, সিডিসি, ড. মুহাম্মদ আবু ইউসুফ, সেক্রেটারী জেনারেল, আমান, এছাড়াও এলাকার গন্য মান্য ব্যক্তিগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইকো প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে তিন মাসের স্কীল ডেভলপমেন্ট ট্রেইনিং প্রদান করা হয়। এই ট্রেইনিং এর মাঝে রয়েছে সুইং মেশিন অপারেসন, কেয়ার গিভিং ও ড্রাইভিং।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মানব সেবাই হচ্ছে শ্রেষ্ট ধর্ম। মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান, আজ যারা এখান থেকে প্রশিক্ষণ পেলেন তাদের করণীয় হবে আশে-পাশের মানুষকে এই প্রশিক্ষনের কথা জানিয়ে তার উপকার কারা। ড্রাইভিং প্রশিক্ষনার্থী মোঃ নোমান বলেন, আমি একজন বেকার মানুষ ছিলাম, পরে জানতে পারলাম ইকো এর অর্থায়নে এখানে ফ্রী ড্রাইভিং শেখানো হচ্ছে। পরে আমি যোগাযোগ করে এখান থেকে তিন মাসের ড্রাইভিং ট্রেইনিং নিয়ে এখন একজন ডাক্তারের গাড়ি চালাচ্ছি। সেখানে আমি ১৮,০০০/- টাকা বেতন পাই। ইকো ও আমান-কে অনেক অনেক ধন্যবাদ জানাই।
সুইং মেশিন অপারেশন প্রশিক্ষনার্থী তামান্না বলেন, আমি ইকো এস এম ও প্রশিক্ষণ নিয়ে এখন ১২,০০০/- বেতনে ফোর ব্রাদার্স গার্মেন্টসে চাকরি করছি। ইকো ও আমান দীর্ঘদিন যাবৎ গরিব-দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এরূপ কার্যক্রম চলমান রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ