স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমা ময়দানে সাতজন, ময়দানে আসার পথে একজন পুলিশ সদস্যসহ তিনজন নিয়ে মোট ১০ জন মারা গেছেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন— শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ উপজেলার সামানদার গ্রামের আব্দুল কাদের (৫৫) ও নেত্রকোণা সদরের খালিয়াজুরী গ্রামের স্বাধীন (৪৫)। এর আগে বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চারজন হলেন— নেত্রকোণা সদর উপজেলার কুমরী বাজার গ্রামের আবদুস সাত্তার (৭০), বুড়িঝুড়ি গ্রামের এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের মতিউর রহমান (৬০)। এছাড়া ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) এবং ইজতেমায় আসার পথে বাসচাপায় পুলিশ সদস্য সহকারী উপ—পরিদর্শক (এএসআই) হাসান উজ্জামান (৩০) নিহত হয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ