মোঃশাহেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার। একদিকে পাহাড় অন্যদিকে বিশ্বের অদ্বিতীয় সমুদ্র সৈকত কক্সবাজার। যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নামে পরিচিত।সমুদ্রের গাঁ ঘেসে গড়ে উঠেছে সারিবদ্ধ ঝাউগাছ। এই ঝাউগাছ বাতাসের সাথে দুলে যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। এই সুন্দর বেলা ভুমিতে সমুদ্র সৈকতের ইনানী পয়েন্টে সরকারি বন বিভাগের সমুদ্র সৈকত রক্ষার্থে ও পর্যটকের সুবিধার্থে সৈকতের সৌন্দর্যের জন্য বন বিভাগ থেকে লাগানো হয় ঝাউ গাছ।
এই ঝাউ গাছ কে কেন্দ্র করে জেলা প্রশাসনের অন্তর্ভুক্ত বীচমানেজমেন্ট কমিটির বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিনের নেতৃত্বে ইনানী পয়েন্ট সমুদ্র সৈকতে ঝাউ বাগানে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে দোলনা বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সরজমিনে গিয়ে দেখা যায় ঝাউ গাছে দোলনা বসানোর কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই ঝাউ গাছ ও সমুদ্র সৈকতের পরিবেশ।
আমরা এই বিষয় নিয়ে বন বিভাগের সাথে কথা বলে জানতে পারি সরকারি জনস্বার্থে সমুদ্র সৈকতে রোপন করা হয় ঝাউগাছ।