মোঃ সৈয়দ মিয়া : ( স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ) চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গার ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল এয়ার পোর্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৪ঠা মার্চ সোমবার সকালে সানসিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ ড, মাওঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও শিক্ষক সিরাজুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও তরুণ সমাজসেবক মোঃ ওয়াহিদুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও পরিচালক এস এম দিদারুল আলম, পরিচালক মোঃ আজগর আলী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ, সিনিয়র শিক্ষিকা সালমা আক্তার, সিনিয়র শিক্ষক এম,এ মান্নান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল আলম চৌধুরী বলেন, শিক্ষা কে বিনোদন মুখর পরিবেশে গড়ে তুলতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মদের বইয়ের ঘ্রাণে ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ