আবিদ হাসান ইমতিয়াজ, ইবি।
রবিবার (১১ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগ কতৃক দূস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মুজিব মুর ্যালের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বেলা ১১ টা থেকে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরের দুস্থ দোকানী, হোটেল কর্মী,হলের ডায়নিংয়ের কর্মীছাড়াও আশেপাশের অসংখ্য বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। মানবিকতার অগ্রদূত ছাত্রলীগ স্লোগান সামনে রেখেই এই কম্বল বিতরণ উৎসব পালিত হয়েছে।
সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্বিবদ্যালয় শাখা সবসময় মানুষের কল্যানের জন্য কাজ করে। দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্বিবদ্যালয় শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।’
সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় জানায়, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্বিবদ্যালয় শাখা অসহায়দের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে। আশেপাশের খেটে খাওয়া বঞ্চিত মানুষদের চিন্হিত করে আমরা তাদের নির্দিষ্ট টোকেন দিয়েছি এবং টোকেনের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে আমারা শীতবস্ত্র বিতরণ করতে সক্ষম হয়েছি। আজকে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরে খুব ভালো লাগছে। বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্বিবদ্যালয় শাখা ভবিষ্যতেও এধরণের কাজ অব্যাহত রাখবে।