হাসান আলী, প্রতিনিধি: জামালপুর জেলা:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারী আশেক মাহমুদ কলেজ শাখার উদ্যোগে মিট উইথ ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২৩ই মার্চ রবিবার জামালপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উদ্যোগে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উক্ত ক্যাম্পাসের মাঠে বিকাল ৪:০০ টা থেকে শুরু হয়। এতে সভাপতি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি আল আমিন রুহানি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ জনাব হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুফতি মোস্তফা কামাল সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা, প্রফেসর আব্দুল হাকিম সরকারি আশেক মাহমুদ কলেজ, জনাব রেজাউল করিম সম্পাদক শিক্ষক সংসদ সরকারি আশেক মাহমুদ কলেজ, এবং উপস্থিত ছিলেন মুহা: নাহিদ খান সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সামসুদ্দীন সুলাইমান সভাপতি ইসলামী ছাত্রশিবির সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা , সহ আরো অন্যান্য জন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘদিন পর উন্মুক্ত কলেজ ক্যাম্পাসে সবাইকে নিয়ে ইফতার মাহফিল এটা অন্যরকম এক ভালোলাগা কাজ করে। সর্বশেষ ইফতারের পূর্ব মুহূর্তে সভাপতি সমাপনী বক্তব্যের পর দোয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।