এ এ রানা::
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জাকির হোসেন ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খান পিপিএম বলেছেন, দেশ প্রেম ঈমানের অঙ্গ। তাই শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধের মাধ্যমে গড়ে উঠে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামি সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাকির আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক সিনিয়র শিক্ষক ( ইসলাম ধর্ম ) নাজির আহমদ। দোয়া পরিচালনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহ নেওয়াজ।