আব্দুস শহীদ শাকির সিলেট জকিগঞ্জ থেকে।
ইসলামী যুব মজলিস সিলেট মহানগরী ও জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত যুব কাউন্সিল (৮ মার্চ) শনিবার বিকেল ৪ঘটিকার সময় দ্য সিলেট বাফেট হাউসের মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।উক্ত কাউন্সিল অনুষ্ঠানে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা সাদিকুর রহমান।সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহিউদ্দীন জামিল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন,খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস,সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান,সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ,শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ও ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাদী চৌধুরী প্রমুখ।
অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি: মুহাম্মদ খায়রুল ইসলাম ও মাওলানা ফয়জুর রহমান ফয়েজ। সহ-সাধারণ সম্পাদক: মাওলানা এনামুল ইসলাম ও মাওলানা শেখ এনাম।সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন,বায়তুলমাল সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কে. এম. রায়হান, অফিস বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান খাঁন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুল ইসলাম প্রমুখ।নব-গঠিত কমিটির সভাপতি হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান বলেন,আমরা নব-গঠিত কমিটির সকল নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুব সমাজকে নৈতিক ও আদর্শিক দিক থেকে সমৃদ্ধ করার প্রত্যয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।