মুহাম্মদ হোসাইন (মাসুম)
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে শ্রমিকদের অংশগ্রহণ অনস্বীকার্য। শ্রমিকদের ঘামে ও শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। সুতরাং শ্রমিকদের বঞ্চিত রেখে কোনো সমাজ, কোনো দেশ, কোনো সভ্যতা সমৃদ্ধ বিবেচিত হতে পারে না। আর শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের কাছেই ফিরে আসতে হবে। ইসলামই মানবতার একমাত্র সমাধান। সুতরাং, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের দুঃখ-দুর্দশার অবসান ঘটবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি এস এম লুৎফর রহমান উপর্যুক্ত বক্তব্য দেন। থানা সভাপতি অধ্যক্ষ এম আসাদের সভাপতিত্বে ও থানা সাধারণ এমরান হোসাইন এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন হাফেজ নুরুর রশিদ, শিফা উল্লাহ, শহীদুল ইসলাম, আমিমুল ইহসান ও রফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকরা বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশ। কিন্তু তারাই আজ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। তাই নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি নিজের পেশার প্রতি যেমন নিষ্ঠাবান হতে হবে, তেমনি একজন সৎ মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। কেননা, হাদিস শরিফে এসেছে, যে শ্রমিক নিজের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং আল্লাহর ইবাদত-বন্দেগিও করে, তাদের জন্য রয়েছে দ্বিগুন পুরস্কার। সম্মেলন থেকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করে শ্রমিকজনতার জীবনযাত্রা সহজ করতে জোর দাবি জানানো হয়।