মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি: ইস্টওয়েস্ট মিড়িয়া গ্রæপে হামলার প্রতিবাদে সাংবাদিক-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার (২৩আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক কাজী হাফিজুর রহমান,কার্ত্তিক দাস, সুলতান মাহমুদ, সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মোস্তফা কামাল, উজ্জ্বল খান ও এম এম ওমর ফারুক, মো. রাসেল শেখ, প্রমূখ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে জেলা সমন্বয়ক আব্দুল্লাহ নূর ও সমন্বয়ক রোমান শেখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, এভাবে দেশের মিডিয়ার ওপর হামলা হলে জাতির চতুর্থ স্থম্ভ ভেঙ্গে পড়বে, সকল মিডিয়াকর্মীদের স্বাধীনতা দাবী করে বলা হয়, বিগত সময়ে অনেক সত্য সংবাদ তুলে ধরা সম্ভব হয়নি। বর্তমান পেক্ষাপটে সেরকম কিছু হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করতে হবে। এছাড়া বক্তারা, মিডিয়া প্রতিষ্ঠানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১৯ আগষ্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া গ্রæপে হামলা করে দূর্বত্তরা। তারা বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ, টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর, টি স্পোর্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সংবাদকর্মীদেরও মারধোর করা হয়। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নড়াইলেও সাংবাদিক ঐক্যজোট ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ