রাসেল আহমেদ সাগর,মৌলভীবাজার থেকেঃ আপনি যদি ভ্রমন পিপাসি হয়ে থাকেন তাহলে তাহলে ঘুরে আসতে পারেন সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার। যেখানে রয়েছে উঁচু উঁচু পাহাড়, মাধবকুণ্ড ঝর্ণা, হামহাম ঝর্ণা, চা বাগান, লেবু বাগান, আনারস বাগান, মাধবপুর লেইক সহ অসংখ্য পর্যটন কেন্দ্র ।
এ ছাড়া ও এ জেলায় শুয়ে আছেন অসংখ্য আল্লাহর ওলি তাদের মধ্যে অন্যতম হযরত শাহ মোস্তফা বোগদাদি শের চাবুকমার রাঃ আঃ হযরত শাহজাহান, হযরত শাহাবুদ্দীন রাঃ আঃ সহ আরো অসংখ্য ওলি আউলিয়ার মাজার।
ভ্রমন পিপাসুদের নজর কেরে নেওয়া স্থানগুলোর মধ্যে মাধবকুণ্ড জলপ্রপাত,হাম হাম ঝর্ণা, সারি সারি চা বাগান, মাধবপুর লেইক যেখানে সর্বদা ভ্রমন পিপাসিদের আনাগোনায় মুখরিত থাকে। মৌলভীবাজার জেলা জুরি উপজেলায় মাধবকুণ্ডের অবস্থান। শ্রীমঙ্গল উপজেলায় হাম হাম ঝর্ণা, সারি সারি চা বাগান, কমলগঞ্জ উপজেলায় মাধবপুর লেইক
জেলা সদরে মনু ব্রিজ এবং মৌলভীবাজার শহরে হযরত শাহ মোস্তফা রাঃ আঃ মাজার অবস্থিত। যুগযুগ ধরে সারাদেশের মানুষের কাছে পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজার জেলা সবার কাছে পরিচিত।
মাধবকুণ্ড জলপ্রপাত জুড়ি উপজেলায় অবস্থিত মৌলভীবাজার শহর থেকে প্রাইভেট গাড়ী কিংবা রিকশায় উঠে চাঁদনী ঘাট গিয়ে সেখান থেকে কুলাউড়া জুরীর গাড়ীতে উঠে মাধবকুণ্ড জলপ্রপাতের যেতে পারবেন খরছ কম হবে। তবে জলপ্রপাতের উপরে না উটা ভালো সেখান থেকে পড়লে মৃত্যু অনিবার্য।
হামহাম ঝর্ণা দেখতে হলে শ্রীমঙ্গল থেকে সি এন জি অথবা প্রাইভেট গাড়ী নিয়ে সহজে যেতে পারবেন কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মধ্যখানে পাহাড়ের ভেতর হাম হাম ঝর্ণা অবস্থিত সেখানে গিয়ে পায়ে হেটে জঙ্গলের ভিতর ছোট নালা দিয়ে হেটে যেতে হবে বেশ কিছু জায়গা সেক্ষেত্রে হাতে ছোট লাটি রাখলে ভালো এবং আপনি চাইলে সেখানকার স্থানীয় গাইড ও সাথে নিয়ে যেতে পারবেন।
মাধবপুর লেইক সেটা কমলগঞ্জ উপজেলায় অবস্থিত কমলগঞ্জ উপজেলা থেকে বেশি দূরে নয় যে কোন যানবাহনে চলে যেতে পারবেন পুরাতন এবং সৌন্দর্য এই লেকের ধারে।
মনু ব্রিজ মৌলভীবাজার সদরে অবস্থিত এটাকে সুইচ গেইট নামে সবাই চিনে, শহর থেকে মাএ দশ মিনিটের রাস্তা এখানে রয়েছে ব্রীজ লেইক এবং মনো মুগ্ধকর পার্ক যা পর্যটকদের মন সহজে কেড়ে নেয়।
শহরের ভেতর রয়েছে হযরত শাহ মোস্তফা রাঃ আঃ মাজার যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশেকান গন প্রতিদিন আসেন, রয়েছে পুকুর ভরা বিশাল বিশাল গজার মাছ। এর পাশে রয়েছে হযরত শাহ ইসমাইল শাহর মাজার , মনু পাড়ে হযরত শাহাবুদ্দীন ও টিকর বাড়ি হযরত শাহজাহান রাঃ আঃ মাজার।
সিলেটে আসার পথে হবিগঞ্জ মীরপুর হয়ে মৌলভীবাজারে ঢুকা মাএ চোখে পড়বে সারি সারি চা,লেবু আনারস বাগান, সাতগাঁও পাহাড়ের ভেতর রয়েছে মনমুগ্ধকর চা কন্যার ভাস্কর্য এবং সেখানে লেখা রয়েছে স্বাগতম মৌলভীবাজার। আপনি চাইলে ঈদের আনন্দ পরিবার পরিজন নিয়ে মৌলভীবাজার জেলার পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আসতে পারেন ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ