মোহাম্মদ জহিরুল ইসলাম জহির
সকল রাগ অভিমান ভুলে,
এসো আনন্দ করি সকলে মিলে।
মুসলিম মোরা ভাই ভাই,
রাগ অভিমান ভুলে যাব তাই।
ধনি গরিব ভেদা ভেদ ভুলে,
ঈদের নামাজ আদাই করবো
সকলে মিলে।
ঈদের দিনে করবো মজা,
সকল বন্ধুরা মিলে।
উট,গরু, ছাগল,ভেড়া,।
আল্লাহর নামে কুরবানি দিবো মোরা।
সহিহ্ নিয়াত থাকবে যার,
কুরবানি কবুল হবে তার।
কবিতা প্রেরক মাহমুদুল হাসান লিমন :-ব্যুরো প্রধান নরসিংদী