রাসেল আহমেদ সাগরঃ
ঈদ এসেছে ঈদ এসেছে
ঈদের জামা চাই,
কি দিয়ে যে কিনবো গরু
আগের মত কামাই ত আর নাই।
বড় লোকের টাকা আছে
অভাব তাদের নাই,
লক্ষ টাকার জামা কাপড়
করবে বিশাল গরু জবাই।
ফুটপাতেরই কাপড় পেয়ে
বেজায় খুশি খোকা,
গরু কিনে আনবে বলে
বাবায় দিলো ধোকা।
নুন আনতে পান্তা ফুরায়
কিসের সেমাই পোলাও,
ধনীর দুলাল বিরানি খায়
না খেলে ও খাও খাও।
আনন্দ টা সবাই মিলে
করলে ভাগাভাগি,
এই দেশেতে কেউ রবেনা
হয়তো অভাগী।