নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় ঈদের নামাজের পর মোটর সাইকেলে ঘুরতে গিয়ে ৩ যুবক নিহত হয়েছে।
১১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়নের সীমান্ত সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন, কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মোঃ জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের নামাজ আদায়ের পর ওই ৩ যুবক মোটর সাইকেলে করে দূর্গাপুর ও কলামাকান্দার সীমান্ত সড়কে ঘুরতে যান। কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে বিকেল ৩টার দিকে ফেরার পথে চেংনী বাজার এলাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে মোটর সাইকেল নিয়ে ৩ জনই সড়কের নীচে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার জন্য আবেদন জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।