,,,,,,,আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার,,,,,,
কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাটার সময় ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান মিজান (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মুলাডুলিতে রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত মিজান মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নিহত মিজান রেললাইন পাশে তার মামার মুরগির খামার থেকে রেললাইন দিয়ে হেটে নিজ বাড়িতে আসতে ছিল। এসময় তার দুই কানে হেডফোন লাগানো ছিল। সেই সময় ওই লাইনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।
মুলাডুলি রেলগেট কিপার কামরুল ইসলাম জানান, কানে মোবাইলের হেডফোন লাগিয়ে রেললাইনে হাটার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ বাড়িতে নিয়ে যান।
নিহত মিজানুর রহমান মিজানের বন্ধু হাবিব জানান, মিজান রাজশাহী থেকে সম্প্রতি কোরআনের হেফজ শেষ করেছে। তার ইতালি যাওয়ার প্রস্তুতি চলছিল। মিজান অনেক শান্ত প্রকৃতির ছেলে ছিল। এভাবে সে চলে যাবে আমরা ভাবতেও পারিনি।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মুলাডুলি স্থানটি আমাদের সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন। যার কারণে ঘটনাটি আমাদের জানা নেই। তবে বিষয়টি আমরা সিরাজগঞ্জ রেল থানাকে অবহিত করবো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ