আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে ৫০ পিচ ইয়াবাসহ রেজাউল করিম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থান পুলিশ গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া চর ধাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে রাত্রি অনুমান ১০.৩০ ঘটিকা সময় তাকে আটক করা হয়। আটককৃত রেজাউল করিম, সাড়া ইউনিয়েনট মাজদিয়া স্কুলপাড়া এলাকার মৃত গোলজার ছেলে। ঈশ্বরদী থানার উপপুলিশ পরিদর্শক মো : আব্দুল বারী জানান,রেজাউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় ইয়াবা বেচাকেনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী মাজদিয়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দেহ ও তল্লাশি করলে ৫০ পিচসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতি দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ