,,,,, স্টাফ রিপোর্টার,,,৷
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন এমদাদুল হক রানা সরদার, বুধবার (২৯ মে) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীক নিয়ে ৩৪ হাজার ৬৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ মটর সাইকেল প্রতীক নিয়ে ৩৩ হাজার ৩২৮ ভোট পেয়েছেন। এর আগে, ৮৪টি ভোটকেন্দ্রে ইভিএম মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঈশ্বরদী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (মাইক) প্রতীক নিয়ে ২৭ হাজার ৬৯০ ভোট পেয়ে আব্দুস সালাম খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ২৩ হাজার ৪৭৯ ভোট পেয়ে আতিয়া ফেরদৌস কাকলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এ উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রে রয়েছে। মোট ভোটার লাখ ২৭৩১৬৮ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭৬৫ জন এবং নারী ১ লাখ ৩৫ হাজার ৫০৬ জন। এ উপজেলায় তিন পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ