আবু বক্কর সিদ্দিক উখিয়া কক্সবাজার।
এজেন্ট ব্যাংক এখন ব্যাংকিং সেবার ধরণই বদলে দিয়েছে।
ফিংগার প্রিন্টের মাধ্যমে ছোট আকারে গ্রাহক সেবা দিয়ে থাকে এজেন্ট ব্যাংকিং। এই ছোট্ট একটি ঘর থেকে রাত দিন সেবা দেয়ার সুযোগ আছে। এটা কিন্তু শতভাগ সিকিউর। এতে গ্রাহকরা সহজে সেবা পেয়ে থাকেন।
বক্তারা বলেন, ওয়ান ব্যাংকে প্রবাসীসহ সব শ্রেণী পেশা ও বয়স অনুায়ী হিসাব খুলে সেবা নেয়ার সুযোগ আছে।
এজেন্ট ব্যাংক ৩৬৫ দিন রাত দিন সেবা দিতে পারবে। ২০৩১ সালের মধ্যে সরকার ব্যাংকিং লেনদেন ক্যাশ লেস করতে চায়। এজেন্ট ব্যাংকিং আস্তে আস্তে ওই দিকেই এগিয়ে যাচ্ছে।
কোর্টবাজার আরব সিটি সেন্টারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি একরামুল হক।
প্রধান অতিথি ছিলেন জোনাল ম্যানাজার ও এজেন্ট ব্যাংকিং ইনচার্জ এস এম রাহিদ আহমদ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিংসহ সব ধরণের ব্যাংকিং সেবা দিয়ে থাকে ওয়ান ব্যংক।
বিশেষ অতিথি ছিলেন, জোনাল ম্যানাজার পলাশ চন্দ্র দাশ,
কক্সবাজার শাখার ম্যানাজার,
সুরেন্দ্র নাথ, সিনিয়র সংবাদিক শামসুল হক শারেক, প্রধান শিক্ষক আলমগীর কবির, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, পর্ল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি সৈয়দ হোসাইন চৌধুরী প্রমুখ।
উল্লখ্য উখিয়ার ব্যস্ততম ও বাণিজ্যক এলাকা কোর্ট বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট নিয়েছেন মেসার্স রাজ এন্টার প্রাইজ এর সত্ত্বাধিকারী আজিজুল্লাহ।