এম হোছাইন আলী
কুতুবদিয়া কক্সবাজার(প্রতিনিধি)।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মো. তারেক হত্যাকাণ্ডের ঘটনায়, সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার (৭-জুন)/২৪ ইং রাতে নিহতের ভাই মোহাম্মদ জিহান (২৩) বাদী হয়ে উত্তর ধুরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আজিজ ও সাধারণ সম্পাদক শরিফ উল্লাহসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অপরাপর আসামীরা হলেন, তরিক উল্লাহ, মইন্না, এহছান ,এমরান, শিফাত, মামুন, তৌহিদুল ইসলাম, মাহবু। অভিযুক্তরা সকলেই উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়া ও কুইল্যার পাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৪ জুন মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় সিএনজি চালানো শেষে ধুরুং বাজারের স্কুল মার্কেটে বড় ভাই নিহত তারেককে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দোকানে যান মামলার বাদি জিহান।
তথায় একটি বাড়িতে দাওয়াত আছে বলে জানিয়ে জিহানকে বাড়িতে পাঠিয়ে দেন নিহত তারেক,
পরবর্তীতে গভীর রাত পর্যন্ত তারেক বাড়িতে ফিরে না আসায় মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেন। পরদিন ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে তারেককে হত্যা করে মগলাল পাড়া রাস্তার পাশে ফেলে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছায় জিহান ও নিহতের আত্মীয়-স্বজনরা।
এজাহার সূত্রে আরও জানা যায়, নিহত তারেকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ আসামীরা দাওয়াতের কথা বলে সু কৌশলে ডেকে নিয়ে অত্যান্ত পরিকল্পিতভাবে তারেককে হত্যা করেছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম জানান, এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৫ জুন বুধবার উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে নিহত ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ
নিহত ব্যবসায়ী মো. তারেক দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মৃত আবু তাহেরের ছেলে। সে দীর্ঘদিন ধরে ধুরুং বাজারে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসা করে আসছিল।এ ব্যাপারে গত ৬ জুন তারেক হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ধূরুং বাজারে মানববন্ধনও করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ