দ্বীপক চন্দ্র সরকার: ১৯৯৯ সনের এই দিনে (৬মার্চ) যশোরে উদীচীর সম্মেলনে নৃশংস বোমা হামলায় নিহতদের স্মরণ ও হামলাকারীদের বিচারের দাবীতে নেত্রকোনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় শহরের ছোটবাজার শহীদ মিনার ফটকের সামনে বাংলাদেশ উদীচী নেত্রকোণা জেলা সংসদ এই কর্মসূচির আয়োজন করে। এতে উদীচী ও আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে হামলাকারী যারাই বা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানায়। উদীচী জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে সম্পাদক অসীত ঘোষের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল্লাহ ইমরানসহ অন্যরা বক্তব্য রাখেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ