সুব্রত ভট্টাচার্য্য
—————————-
চলার পথে চলতে গেলে
হোঁচট খেতে হয়,
তাই বলে আর চলবো না
এমন টা তো আর নয়।
জীবন পথে চলতে গেলে
বাধাও তেমন আসে,
সঠিক পথে চলবে তুমি
লক্ষ্য অটুট রেখে।
কেউবা তোমার হবে আপন
কেউ আবার পর,
কেউবা আবার তোমায় এসে
দেখাতে পারে ডর।
সময়মত তাদের তুমি
পাবে না খবর,
ভুলেও তাই করোনা তুমি
কারোর উপর ভর।
নিন্দুকেরা নানান সময়
বলবে নানান কথা,
সেসব নিয়ে করোনা তুমি
তোমার মাথা ব্যথা।
কথা যদি বলতে পারো
প্রয়োজন বুঝে,
দরকারে সকলে তোমায়
নিবে আগে খুঁজে।