মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): বর্তমান সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অন্যতম হচ্ছে বোতল জাত সয়াবিন তেল। রান্নার কাজে সয়াবিন তেলের ব্যবহার করে না এমন পরিবারের সংখ্যা খুব কমই আছে। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকল পরিবারে সয়াবিন তেল ব্যবহার করে। কিন্তু গত এক মাস ধরে বাজারে চলছে বোতল জাত সয়াবিন তেলের সংকট। কোম্পানি এবং ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণে বোতল জাত সোয়াবিন তেল থাকলেও তারা বাজারে বিক্রি করতে চাচ্ছে না। এর কারণ হচ্ছে খেলো সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা কেজি দরে।আর বোতল জাত সোয়াবিন তেলের গায়ে একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করা থাকায় তেল কোম্পানি এবং ডিলারগণ বাজারে তেল বিক্রয় করতে অনীহা প্রকাশ করছে যার ফলে বাজারে তৈরি হয়েছে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট। আবার অধিকাংশ কোম্পানি তাদের নির্ধারিত মূল্যের থেকেও বেশি দাম ও অন্যান্য মসলা জাতীয় দ্রব্য নিতে হবে এমন শর্ত জুড়ে দিচ্ছে। যার জন্য খুচরা ব্যবসায়ীগণ তেল ক্রয় করতে অনীহা প্রকাশ করছে। যার ফলে সৃষ্টি হয়েছে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এছাড়াও আরো অনেক অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান মাসকে সামনে রেখে বোতলজাত সোয়াবিন তেল স্টক করার কারণে সংকট তৈরি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ। তাদেরকে চড়া দামে বাজার থেকে সোয়াবিন তেল সংগ্রহ করতে হচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ