রামগড়( খাগড়াছড়ি) প্রতিনিধি :-
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করা হয়।এই পর্যায়ে রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা যায় উপজেলা নির্বাচন অফিস থেকে। মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে ২ জন আবেদন করেছে বলে জানান।
১৫ এপ্রিল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।দিন শেষে উল্লেখিত চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন - বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আবদুল কাদের ও কংজঅং মারমা মনোনয়ন দাখিল করেন।উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দাখিল করেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফারুক, মোঃমোবারক হোসেন বাদশা, মোঃওমর ফারুক, মোঃনুরুল আমিন ও মোঃশামসুদ্দিন মিলন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে
প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন-বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও নাছিমা আহসান নিলা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন বলেন- উপজেলা পরিষদের প্রার্থীরা কোন বিড়ম্বনা ছাড়াই মনোনয়ন অনলাইনে জমা দিয়েছেন। আগামী ১৭ এপ্রিল জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে জমা দেয়া মনোনয়নপত্র বাছাই করা হবে
নির্বাচন অফিস আরো উল্লেখ করেন -রামগড় উপজেলার একটি পৌরসভা ও দুইটি ইউনিয়নে রয়েছে। রামগড় উপজেলার মোট ভোটার সংখ্যা (৪৬,৭১৯)/ ৪৬ হাজার ৭শত ১৯ জন, তাদের মধ্যে উপজেলায় মোট পুরুষ ভোটার সংখ্যা(২৩,৮৩২)/ ২৩ হাজার ৮ শত ৩২ জন এবং উপজেলায় মোট মহিলা ভোটার সংখ্যা (২২, ৮০০)/২২ হাজার ৮ শত জন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ