মো: আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের ফুট ওভার ব্রিজে দীর্ঘ যানজট প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। যানজটের ভোগান্তি থেকে রেহায় মিলছে না উল্লাপাড়া বাসীর। চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটে। এ অসহনীয় যানজটের মূল কারণ ওভার ব্রিজের রাস্তার পাশে অবৈধ অটো ভ্যান পার্কিং। এ সড়কের দু’পাশে দিনভর অসংখ্য অটো ভ্যান পার্ক করে রাখার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় যানজট লেগে থাকে এই এলাকায়। ফলে এই এলাকার যাতায়াত কারীদের ভোগান্তির শেষ নেই। শহরের প্রবেশ দ্বারে উল্লাপাড়ার ফুটওভার ব্রিজ শ্রীকোলা মোড় এবং শ্যামলী পাড়া। দিনের বেলায় বিভিন্ন ট্রান্সপোর্ট এর গাড়ি সহ অন্যান্য পরিবহন সেক্টরে গাড়ির জন্য অধিকাংশ সময়ে দেখা দেয় যানজট এই ফুট ওভার ব্রিজে। অধিকাংশ সময় যানজটের কারণে স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন কাজে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা সময়মতো তাদের প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। পৌরসভা থেকে অটোভ্যান দাঁড়ানোর জন্য নির্দিষ্ট পার্কিং স্থান থাকলেও সেখানে তারা যেতে নারাজ অটোভ্যান চালকরা। ব্রিজের উপরে এই অটো ভ্যান থাকার ফলে সবসময় লেগে থাকছে তীব্র যানজট। একজন পথচারীর সঙ্গে কথা হলে যানজট প্রসঙ্গে তিনি জানান, অবৈধভাবে রাস্তায় ভ্যান পার্কিংয়ের কারণেই যানজট হচ্ছে। রাস্তায় অবৈধভাবে পার্কিং করায় ট্রাক চলতে পারে না। দেখা যায় অনেক সময় দুই পাশে থেকে দুইটা বড় গাড়ী ঢুকলে রাস্তার দুই পাশেই শুরু হয়ে যায় যানজট। রাস্তার দুই তৃতীয়াংশ জায়গা অটো ভ্যান রিকশার দখলে থাকে। এ বিষয়ে ওভার ব্রিজে দায়িত্বরত পৌর ট্রাফিক এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা যে সময় টুকু দায়িত্ব পালন করি তখন যানজটের সৃষ্টি হয় না।কিন্তু আমরা সরে গেলেই এই অটো ভ্যান গুলো আবার চলে আসে এতে আবার শুরু হয়ে যায় তীব্র যানজট ভোগান্তি হয় সাধারণ জনগণের। এ বিষয়ে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, এই যানজট সমাধানের জন্য ওভার ব্রিজের পাশে পার্শ্ব রাস্তা নির্মাণ করা হবে যেন অটো ভ্যান গুলো আর ওভারব্রিজ এর উপরে পার্কিং না করতে পারে। ফলে যানজট অনেক অংশেই কমে যাবে বলে আমি মনে করি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ