মো:শরিফুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
আজ( ৬ ডিসেম্বর)শুক্রবার ২০২৪ইং আনুমানিক রাত ২ ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন নাইমুরি গ্রামের মৃত সুবহান সরকারের ছোট ছেলে জ্বনাব রেজাউল করিম সরকারের গোয়াল ঘর থেকে দুটি গাভী গরু চুরি হয়েছে।এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে অসহায় এ কৃষক পরিবারটি। গত একমাস পূর্বে এনজিও থেকে লোন নিয়ে একটু ভালো থাকার আশায় স্বাবলম্বী হওয়ার জন্য গরু দুটি কিনেছিলেন জ্বনাব রেজাউল করিম।এ ঘটনায় অসহায় পরিবারটি প্রশাসনের সহায়তা সহ সকলের সহযোগিতা কামনা করছেন। ইতি পূর্বেও এ গ্রামে এরকম অহরহ চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। স্থানীয় লোক জনের অভিমত এ চুরির সাথে স্থানীয় গরুচোর চক্র জড়িত বলে মনে করেন।প্রশাসনের সহযোগিতা পেলে খেটে খাওয়া এসব সাধারণ মানুষগুলো এ ধরনের ভয়াবহ চুরির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন।