মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩শে (ফেব্রুয়ারী) রোজ শুক্রবার এই মিটিং অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম (শফি) তিনি বলেন আমাদের উল্লাপাড়া ও সলঙ্গা উপজেলায় কোনো রকম সন্ত্রাস ও চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মুক্ত করতে হবে আর এজন্যই উপজেলা প্রশাসনকে সকল দুনীতি মুক্ত কাজ গুলো করতে হবে। মাদক চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ,দর্শন, ইভটিজিং,এ ধরনের সকল ঘটনা কেউ ঘটালে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার সকল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। শুধু প্রশাসনিক ভরসায় বসে থাকলে হবে না। সকল মানুষের সহযোগিতা উল্লাপাড়া ও সলঙ্গা উপজেলা বাসীকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে, তাহলে সেই দেশ থেকে উৎখাত হবে সকল ধরনের অপরাধ।সন্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা সুলতানার সভাপতিত্বে সেখানে আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন এ সময় আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক, স্কুল কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগন,সন্মানিত উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।