দ্বীপক চন্দ্র সরকার নেত্রকোনা :
আকাশে বহিছে প্রেম ,নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে”
১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন সারা দেশের ন্যায় নেত্রকোনা আটপাড়া উপজেলায় প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচি দিয়ে বসন্ত উৎসব ১৪৩০ পালন করেন। এছাড়াও পিঠা উৎসব নিয়ে সহযোগী হিসেবে কাজ করেন আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটি।
তবে আটপাড়া উপজেলায় এই প্রথম নবাগত আটপাড়া উপজেলার নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান এর উদ্যোগে উপজেলা মুক্তমঞ্চে বিকাল তিনটায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে কখনো আটপাড়া উপজেলা প্রশাসন বা আটপাড়া উপজেলাবাসী এমন উদ্যোগ নেয়নি।
এসময় প্রধান অতিথি আটপাড়া উপজেলার পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)নিলুফা ইয়াসমিন নিপা, আটপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আল মুতাসিম বিল্লাহ , কৃষি অফিসার ফয়জুন নাহার নিপাসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।আরো ছিলেন আটপাড়া উপজেলার নেতা কর্মী, সুশীল সমাজের নারী পুরুষ ছাত্র ছাত্রীরা।
এসময় উৎসবে বিভিন্ন নাচ গান, পরিবেশন করেন এবং স্টলগুলোতে নানান প্রকার পিঠা বিক্রি ও খাওয়ার হিড়ক পড়েছিল অনেক।