সোহেল রানা স্টাফ রিপোর্টার। এই ব্যক্তিটি খুবই অসহায় একমাত্র উনি উপার্জন করেন, এখন সেও আর কাজ করতে পারে না বিধায় তার মা ও স্ত্রী ভিক্ষা করছে এনাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ আপনারা সকলে এগিয়ে আসুন মানুষের জন্য কাজ করি এওকালে নয় পরকালেই শান্তি পাবো, আল্লাহর নবীর গরিব সাহাবী ছিল হযরত বেলাল, আল্লার নবী বলতো ও বেলাল তুমি বেশি বেশি করে দান করো যত দান করবে আরশের মালিক তোমাকে তত বৃদ্ধি করে দিবে।।