আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
দোয়াত-কলম মার্কার প্রতিনিধি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার সাহেবের একান্ত কাছের মানুষ হিসাবে পরিচিত। এজন্যই উপজেলাবাসি উনাকে অলিখিত এমপি বলে দাবী করেন।আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী জীবনের প্রতিটি ধাপে রেখেছেন সফলতার সাক্ষর।যার ধারাবাহিকতায় কুড়িয়ে নিয়েছেন সিলেট জেলার সফল উপজেলা চেয়ারম্যানের খেতাব। ব্যাক্তি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী,যার ভেতরে নেই কোন ক্ষমতার দাপট, তিনি
ক্ষমতার শিখরে থেকেও ছিলেন নির্লোভ, নির্মোহ।তাকে ক্ষমতার দাপট দেখাতে দেখি নাই কখনো।হাসি মুখে সব কিছুর সহজ উপায় খুজে নিতে পারদর্শী ব্যাক্তিত্ব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
জকিগঞ্জ উপজেলাবাসির সামগ্রিক উন্নয়নই ছিল যার চিন্তার হেডলাইন। এমন কোন জায়গা নাই যেখানে উনি আগ্রহের সহিত যান নাই কিংবা উন্নয়নের পরিকল্পনা করেন নাই।যার জন্যই তিনি উপজেলার সর্ব মহলে সমাদৃত।
রাজনৈতিক /প্রশাসনিক জটিলতা ব্যতীত এলাকাবিমুখ সাবেক এমপির রানিংমেট হয়ে জকিগঞ্জের উন্নয়নের জং ধরা চাকা সচল রাখতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। বর্তমান সংসদ সদস্যের সাথেও সখ্যতা রেখে জকিগঞ্জের উন্নয়নে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়নে এমপি সাহেবকে সাথে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রক্ষায় ব্যপক ভূমিকা রাখছেন উন্নয়ন পাগল এই মানুষটি। এছাড়াও জকিগঞ্জের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কিংবা অনুষ্ঠানে উনার ব্যপক উপস্থিতিই প্রমাণ করে উনি জনসাধারণের জনপ্রতিনিধি।
আমরা উপজেলাবাসি ভাগ্যবান,আমার মনে হয় সিলেটের বাকি ১৩ টি উপজেলার চেয়ে নিজ এলাকার প্রতি আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান অনেক বেশি আন্তরিক অনেক অনেক দায়িত্বশীল । উন্নয়ন কাজ বাস্তবায়ন যেখানে বাধাগ্রস্ত হয়েছে খবর পেয়ে উনি সেখানে ছুটে গিয়েছেন, সমাধান করেছেন। বিশেষ করে কভিড পরবর্তী ভয়াবহ বন্যা এবং দ্রব্যমূল্যের ব্যপক ঊর্ধ্বগতির সময়ে উনার আন্তরিকতা এবং অনুরোধের কারনে অনেক ঠিকাদার লস স্বীকার করেও কাজ বাস্তবায়ন করেছেন।
আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীর বিকল্প নেই।আমি বলছিনা বাকি প্রার্থীরা অযোগ্য কিংবা ভালো মানুষ নন। কিন্তু যোগ্যতা কিংবা অভিজ্ঞতার প্রশ্নে বিগত ৫ বছর ধরে যিনি নানা ভাবে পরিক্ষা দিয়ে আসছেন সেই পরিক্ষিত মানুষটিকে রেখে অন্যকে মূল্যায়নই করি কিভাবে। গোটা উপজেলা যার দৃষ্টি সীমার মধ্যেই, রাস্তা কিংবা বিদ্যালয়ের নাম শুনেই বলে দিতে পারেন সেখানে কোন টাইপের উন্নয়ন দরকার এককথায় পুরো উপজেলার মানচিত্রকে তিনি মনের মধ্যে ধারণ করে নিয়েছেন। জনপ্রতিনিধিত্ব করার জন্য তো এমন মানুষেরই প্রয়োজন। তাই জেলা সদর থেকে সবচেয়ে দূরবর্তী এবং অবহেলিত উপজেলা জকিগঞ্জের আরও ব্যপক উন্নয়নে আমি বারবার লোকমান উদ্দিন চৌধুরীকেই চাই।উপজেলা বাসীর শুভবুদ্ধির উদয় হউক,যোগ্য ব্যাক্তিকে যোগ্য স্থানে দিতে সবার সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।