মোঃ জাবেদুল ইসলাম
একটি পতাকা একটি দেশ,
এর’ই জন্য লাখো বাঙালি।
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে,
নিজের প্রাণ টা করলো শেষ।
একটি পতাকা একটি দেশ,
একটি স্বপ্ন একটি আশা।
একটু মায়া, একটু ভালোসা,
একটি অধিকার, একটি দাবি।
একটি পতাকা, একটি কবিতা
একটি পতাকার ছোট গল্প।
স্বাধীন জাতি হিসেবে বেচে থাকার,
স্বপ্ন ছিল মোদের সবার অল্প।
ওরা আমাদের এ অল্প স্বপ্ন দেখতে,
দেয়নি’কো, সব নৎসাত করে দিয়েছে।
বাঙালিরা মেনে নেয়নিকো এ জুলুম,
লড়াইয়ের পর লড়াই, তুমুল লড়াই।
বীর বাঙালির যুদ্ধ জয়ে বীরত্ব গাঁথা স্মৃতি
লাল সবুজের দেশ, বাংলাদেশ।
একটি পতাকা একটি দেশ।