*খুকনী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ফুটবলার সবার প্রিয় মুখ আলহাজ্ব মোঃ আসাদুল হক আর নেই-
মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার, শাহজাদপুর উপজেলার, খুকনী গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব বুজরত আলী প্রামাণিক মেম্বর সাহেবের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক মানুষ এবং এলাকার এক সময়ের নামকরা ফুটবলার, আলহাজ্ব মোঃ আসাদুল হক প্রামাণিক-(গোলি আসাদুল)-অদ্য ০৯/০২/২০২৫ রোজঃ-রবিবার বিকাল আনুমানিক ০৪ঃ০০ ঘটিকায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মরহুম হলেন > মোঃ আল-আমিনের বাবা।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ ফজর সকাল ৭ঃ০০ ঘটিকায়-১০/০২/২০২৫ ইংরেজি-রোজঃ-সোমবার আটার দাগ জামি’আ হুসাইনিয়া মাদীনাতুল উলুম হাফেজিয়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।।