যোগেশ ত্রিপুরা, রামগড়,(খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় যে - গোপন তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর সোমবার ভোর ৪টার দিকে রামগড় থানার কর্মরত এসআই এ.বি.এম তারেক হোসেনের নেতৃত্বে একটি দল রামগড় উপজেলার ০২ নং পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্র পাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে । অভিযান পরিচালনার সময় আসামি তার বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় ও তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার সহ তাকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
আরো উল্লেখ করেন যে আসামি সুবেল ত্রিপুরা (সজল) দীর্ঘদিন ধরে পলাতক এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় রামগড় থানায় মামলা (নং-০৭) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রামগড় থানার অফিস ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন জানান- শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করচ্ছে।পুলিশ যে কোন অপরাধ দমনে আরও তৎপর থাকব।”
উপজেলার স্থানীয় জনসাধারণ পুলিশের এই অভিযান পরিচালনাকে স্বাগত জানিয়ে বলেন এলাকার অপরাধ দমন ও মানুষের মাঝে শান্তি বজায় রাখতে সহায়তা করবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ