শহীদুল্লা হক ভূইয়া :
একুশ আমার বায়ান্নর সাড়া,
তার ডাকে দীপ্ত হল দেশ। ঘনমানুষের ভীরে যেন মন কাড়া।।
একুশ আমার ব্যাকুলতার উদয়, হাজার মনে হাতছানি দেয়। বাবা,মা,ভাই হারার অন্তিম সময়।।
একুশ আমার অহংকারে ঝংকার, স্বজন হারিয়ে পেয়েছি স্বাধীনতা। জীবন তরী ভাসিয়েছি আবার।।
একুশ আমার রণাঙ্গনের ভাবমূর্তি, যুদ্ধে হয়েছে মোর বিজয় ধ্বনি। রাখবনা তাই শত্রু ধ্বংশীয় স্মৃতি।।
একুশ আমার প্রভাতি অন্বেষণ, ভূলে যাই আহাযারি আর ক্রন্ধন। ফিরে পাই কোটি মানুষের বন্ধন।।
শহীদুল্লা হক ভূইয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ঢাকা।