কাইথাং খুমী
থানচি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের থানচিতে এ,কে,কে,খান ফাউন্ডেশন উদ্যোগের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
১৯ জানুয়ারি রোজ শুক্রবার বান্দরবানের থানচি ২নং তিন্দু ইউনিয়ন ও ১নং রেমাক্রী ইউনিয়নে এ,কে,কে,খান ফাউন্ডেশন উদ্যোগে শীতার্ত গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদে সম্মানিত সদস্য জনাব সিঅং খুমী। শীতবস্ত্র বিতরণ প্রাক্কালে তিনি বলেন, মানুষ মানুষের জন্যে এর বেশি কিছু নই, মানুষ মানুষের পাশে দাঁড়ানোর এর চেয়ে বড় কোন ধর্ম নাই। সেবাই হলো শ্রেষ্ঠ ধর্ম, এটিই গর্বিত হওয়ার বিষয়। সাধারণ গরীব, দুঃখী, ও অসহায় মানুষরা শীতে কষ্টে দিন কাটছে, এ সময়ে শীতবস্ত্র বিতরণ করে তাদের শীত ও কষ্ট নিবারনে ভূমিকা রাখবে। এমন আশায় ব্যত্ত করেন তিনি।