নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
গতকাল শুক্রবার (৩ মে) রাত অনুমানিক ১০ টায় বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন দূর্গা মন্দিরের কাছে আহত অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থাকে উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার মহিলাটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা এম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহিলাটি মৃত্যুবরণ করেন। বর্তমানে মহিলাটির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
মহিলার কাছে শুধুমাত্র কিছু ঔষধ এবং একটি বান্দরবান মেডিকেল বহির্বিভাগের চিকিৎসা পত্র ছিল। চিকিৎসা পত্রে তার নাম লেখা আছে মমতাজ।
মহিলাটিকে কেউ চিনে থাকলে বা তার কোনো আত্মীয়স্বজনদের খোঁজ পাওয়া গেলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল।