দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা
১.নাম-মোঃ রহমান গাজী,পিতা-মোঃ আঃ মালেক গাজী, মাতা-ছালমা বেগম, গ্রাম-হেতালবুনিয়া,ডাকঘর- লক্ষ্মীখোলা-৯২৮০,উপজেলা-পাইকগাছা,জেলা-খুলনা।
২.মোছাঃ আরিফা খাতুন,স্বামী -মোঃ রহমান গাজী, উভয় ঠিকানা একই।
মোঃ রহমান গাজী ও তার স্ত্রী মোছাঃ আরিফা খাতুন সহ বিভিন্ন সমিতি থেকে পাঁচ লক্ষের অধিক টাকা নিয়ে পালিয়ে রয়েছে। ব্র্যাক, আশা,সাস, উন্নয়ন প্রচেষ্টা,গ্রামীণ সহ আরো অনেক সমিতি থেকে টাকা উত্তোলন করেছে ।এরা স্বামী-স্ত্রী দুজনই ফ্রট ও জালিয়াতির সাথে জড়িত। এদেরকে কেউ কোন কাজে নিবেন না ।যদি কাজে নেন তাহলে সে প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে এবং সেখানেও জালিয়াতি করতে পারে।