মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখছে, দেশের নারী শিক্ষার প্রসারে আরো উন্নয়নের লক্ষ্য নিয়ে গত রবিবার ২৮শে এপ্রিল ২০২৪ ইং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে বাংলাদেশের নবীগঞ্জ পৌরসভা এলাকায় স্হাপিত এনায়েত খান মহিলা কলেজের সম্মানিত সকল দাতা সদস্য, আজীবন সদস্য, স্টুডেন্ট স্পন্সর ও স্হায়ী সদস্যদের সম্মানে এক মিলন মেলা ও ভোজ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ ফান্ড রেইজিং পর্বে এ পর্যন্ত কলেজের জন্য প্রায় অর্ধ কোটি টাকা সংগ্রহ করা হয় বলে জানা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য বিশিষ্ট বাবসায়ী কমিউনিটি বাক্তিত্ব মোতাহের চৌধুরী মুজাহিদ, এনায়েত খান মহিলা কলেজের ফাউন্ডার বিশিষ্ট কমিউনিটি সংগঠক শিক্ষানুরাগী এনায়েত খান সবাইকে স্বাগত জানান।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দাতা সদস্য কামরুল হাসান চৌধুরী, মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল ও জনপ্রিয় উপস্হাপিকা মেঘনা মিনারা উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি রাজনৈতিক বাক্তিত্ব এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাতা সদস্য ফ্রিমান অব দি সিটি অব লন্ডন খেতাবপ্রাপ্ত নবীগন্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি মাহতাব মিয়া, নবীগন্জ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারমান দাতা সদস্য ফয়জুর রহমান চৌধুরী এমবিই, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভোলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপার্সন বারিষ্টার আতাউর রহমান, বিবিসিসির সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ, যুক্তরাজ্য নবীগন্জ এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, কলেজের দাতা সদস্য মোহাম্মদ ইছবাহ উদ্দিন, আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদ অহিদ উদ্দিন, মানিক মিয়া, আব্দুস শহীদ, হাদিস মিয়া, শাহ আলি হায়দার, মামুন চৌধুরী, শেখ শামিম আহমেদ, ফখর উদ্দিন আহমেদ, মোহাম্মদ খোয়াজ আলী খান, বর্তমান সেক্রেটারী আব্দুল হাই,তোফাজ্জল চৌধুরী তুহিন, ফখর উদ্দিন চৌধুরী, লন্ডন এন্টারপ্রাইস একাডেমির প্রিন্সিপাল আসিদ আলি, এখলাছুর রহমান খান ফারুক,শামিম আহমেদ, মিজানূর রহমান, কাউন্সিলার ফরহাদ চৌধুরী, কাউন্সিলার মোহাম্মদ ইসলাম, নুর বেগম, সৈয়দা নাসিমা, রানু মিয়া,আব্দুল করিম,মোহাম্মদ শরীফ,মোতাহার চৌধুরী, ইলাল চৌধুরী দুলাল, রিপল দিলাল চৌধুরী, আওতাদ হোসেন, এবাদুর রহমান, জুবেদুর রহমান শেফায়েত খান, এখলাছুর রহমান পাক্কু,জাহেদুর রহমান, জুয়েল চৌধুরী, জসিম উদ্দিন, আব্দুল বাছিত চৌধুরী, মোহাম্মদ মামুন চৌধুরী, মিছবাহ উদ্দিন আহমেদ, আতিকুর রহমান লিটন,মির্জা আওলাদ বেগ,আবু সালেহ রিপন, মোহাম্মদ আংগুর মিয়া, আবদাল হোসেন চৌধুরী, সুফি সোহেল আহমেদ, জিলু মিয়া, মতব্বির মিয়া হোসেইন,ফয়জুল হক লালা,মনজুর আহমেদ লিটন,মহিব উল্লাহ আবু তালেব, শাহ ফয়েজ,আবির চৌধুরী তোরন,তুহিন চৌধুরী, শামল সরকার, আওলাদ চৌধুরী, ইসহাক চৌধুরী, মাহফুজ খান, ফাওয়াজ খান, নাহিয়ান চৌধুরী, হাফিজ নাহমাদ মিছবাহ, মোহাম্মদ ইকবাল, সাইফুর খান,ফয়জুল হক,আজমল হোসেন,জিলু রহমান,মহিবুর রহমান, সেলিম খান,আংগুর মিয়া,এ মহিত বক্কর,আশরাফুল ইসলাম, ইকবাল খান, মহিউদ্দিন আহমেদ সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত মহিলা কলেজের অনেক দাতা সদস্যরা যোগ দেন।
পরিশেষে জুবেদুর রহমান উনার বড় ভাই জনাব এবাদুর রহমান ও মাসুদুর রহমানের আজীবন সদস্য পদের জন্য ২ লাখ টাকার চেক প্রদান করেন, আব্দুল বাছিত ১ লাখ টাকার চেক প্রদান করেন ও আরো কিছু দাতা সদস্য ফাউন্ডার এনায়েত খান হাতে কলেজের জন্য অর্থ দানের প্রতিশ্রুতি দেন।
উপস্হিত সকলকে পরিচালনা পরিষদ এর পক্ষ থেকে বিশেষ করে কলেজের প্রিন্সিপাল নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রফেসর তোফাজ্জল ইসলাম চৌধুরীর পক্ষে সবাইকে অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য এই অনুষ্ঠান উপলক্ষে বিশেষ স্মরনিকা প্রকাশ করা হয়।
যাতে এনায়েত খান মহিলা কলেজের সফলতা কামনা করে বাণী দিয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সাবেক সচিবদ্বয় মাহমুদা আক্তার মিনা, কবিরুল ইজদানী খান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী সহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।।