হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার বুধল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এর সার্বিক সহযোগিতায় বুধল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এস.এম.ফোরকান উদ্দিন এর নেতৃত্বে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বুধল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এস এম ফোরকান উদ্দিন এর পিতা জাহের মিয়া, সাবেক বুধল ইউনিয়ন ছাত্রলীগনেতা সিরাজুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ সাদিকীন প্রমুখ।