ইমরান সরকার:- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয় এবং প্রতিবন্ধী নিয়মিত পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল)এসএসসি পরীক্ষার তৃতীয়দিন ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চ লাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে আনা যায়,পলাশবাড়ী পৌরশহরের পলাশগাছী গ্রামের মো.আসাদুজ্জামান মিয়ার প্রতিবন্ধী মেয়ে গৃধারীপুর
আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী মোছা.আফরিন আক্তার অরথি(কক্ষ নং-১১২, রোল নং-
৯৫২০১৮)পরীক্ষা দিয়ে আসছিল।
ঘটনার দিন নিয়মিত পরীক্ষার্থীর মামাতো বোন অরথি অসুস্থতার কারণে তার পরিবর্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর(পশ্চিম
পাড়া)গ্রামের মো.শাহ আলমের মেয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি শিক্ষার্থী ফুফাতো বোন মোছা.শাহারিয়ার জান্নাতি অনা-
মিকা(১৯)প্রক্সি হিসেবে পরীক্ষা দিচ্ছিল।
বিষয়টি অবগত হয়ে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার নিয়মিত পরীক্ষার্থীকে বহিস্কার এবং প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশের নিকট সোপর্দ করেন।
এসময় পরীক্ষায় পরিদর্শনরত সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো.আব্দুল বারী সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে গ্রেফতারকৃত শাহারিয়ার জান্নাতি অনামিকাকে জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ