1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
এ্যাডঃ শিশির মোহাম্মদ মনির একটি নাম নয়, একটি ইতিহাস - Bikal barta
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| বিকাল ৩:৪৪|
সংবাদ শিরোনামঃ
ভাঙ্গায় বিএনপি’র সাবেক সভাপতি বিরুদ্ধে সংবাদ সম্মেলন কৃষক দল সভাপতির শ্রীপুরে এক কৃষকের ২টি গরু চুরি। দরিদ্র পরিবারের চতুর্থ শ্রেণীর ছা‌ত্রের হার্টে চিকিৎসায় এগিয়ে আসুন,, গেন্ডারিয়া থানা ৪৬ নং যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ।  সিলেট সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য আটক  সিলেটের আল-হামরায় স্বর্ণ চুরি : কুমিল্লা থেকে স্বর্ণালংকার উদ্ধার, আটক ৩ নিয়ামতপুরে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা।

এ্যাডঃ শিশির মোহাম্মদ মনির একটি নাম নয়, একটি ইতিহাস

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪,
  • 3000 জন দেখেছেন

 

এম.কে জাকির হোসাইন বিপ্লবী:

আজ আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে কলম ধরেছি,যে কোন সাধারণ ব্যক্তি নয়। যাকে নিয়ে লেখা শুরু করা সহজ শেষ করা নয়। সেই ব্যক্তি আর কেউ নয়, সুনামগঞ্জের সোনার মানুষ, দিরাই শাল্লার মা ও মাটির সন্তান, কোটি কোটি জনতার স্বপ্নের মানুষ, হাজার হাজার সচেতন দিরাই শাল্লা বাসীর আশার আলো, আমার অন্যতম ব্যক্তিত্বের অধিকারী, প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, নেতৃত্বের জগতের আইডল , বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সাহসিক সিনিয়র আইনজীবী এ্যাডঃ শিশির মোহাম্মদ মনির ভাই।ভাইয়ের পদচারণে আনন্দিত এলাকার মানুষ।দীর্ঘদিন পরে স্বল্প সফরে ঈদ উপলক্ষে এলাকায় এসেছেন। সেই সুমহান ব্যক্তিত্বের অধিকারী প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তির প্রতি আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও ভালোবাসা রেখে আমি আমার কলমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করছি।

এ্যাডঃ শিশির মোহাম্মদ মনির সুনামগঞ্জ জেলার সোনার মানুষ। দিরাই শাল্লার মা ও মাটির সন্তান।মিডিয়া জগতে একজন আলোচিত বিশিষ্ট সমাজ সেবক, ও সাহসী আইনজীবী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সত্যের পক্ষে লড়াকু সৈনিক। আইনের লড়াইয়ে ন্যায় বিচারের পক্ষে একজন অভিরল যোদ্ধা। যার নাম একটি অনুপ্রেরণা।

সুনামগঞ্জ জেলার, শাল্লা উপজেলার, আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই মহৎ ব্যক্তির জন্ম।এইসব ব্যক্তিরা কেবল যুগে যুগে একজনই আসে। যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে নেয়,মানুষের হৃদয়ের মনি কোঠায় বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়। সেসব ব্যক্তিদের জন্যই গ্রামের সুনাম অর্জন হয়।এ্যাডঃ শিশির মোহাম্মদ মনির শুধু সুনামগঞ্জ জেলার সম্পদ নয়, সোনার বাংলার কোটি কোটি সচেতন জনগণের সম্পদ। যাকে নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখে কোটি কোটি চোখ, যার নামে প্রতিদিন আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করে কোটি কোটি হাত। যার প্রতি রয়েছে লাখো লাখো সন্তান হারা মায়েদের ভালোবাসা, পথহারা পথিকদের ভালোবাসা।
লাখো- লাখো নিরীহ মানুষদের স্বপ্নের নিশানায় এ্যাডঃ শিশির মোহাম্মদ মনির লিপিবদ্ধ।
যার জন্য হাজার হাজার পথ হারা পথিকেরা পেয়েছে সঠিক পথের দিশা। সেই সু-মহান ব্যক্তিটি যখন স্বল্প সফরে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যান, তখন হাজারো মানুষের হৃদয়ে এক নতুন আনন্দের আবির্ভাব হয়। আবার কিছু প্রতি-হিংসা পরায়ন ব্যক্তিদের হৃদয়ে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা।

এ্যাডঃ শিশির মোহাম্মদ মনির ভাইয়ের প্রতি যারা হিংসার দৃষ্টিতে থাকান তাদের বলছি। শিশির ভাইয়ের প্রতি জনতার ভালোবাসা সেটা কোনো টাকার কেনা ভালোবাসা নয়। সেই ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। সেই ভালোবাসা যোগ্যতার ভালোবাসা। আপনারা যারা শিশির ভাইকে নিয়ে হিংসায় লিপ্ত, তাদের উদ্দেশ্যে লিখতে গিয়ে আমার আফসোস হয়। আপনারা টাকা দিয়ে ভালোবাসা খরিদ করার চেষ্টা করেন, মানুষ আপনাদের সামনে ভালোবাসে, পিছন দিয়া জুতা দেখায়। এটাই আজকের বাস্তবতা।
সচেতন জনতা নিরীহ, তাই কিছু বলার মতো সাহস নেই। কিছুটা ভয় কাজ করে তাদের হৃদয়ে।যার কারণে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে তারা বলতে পারেনা, যে আপনাদেরকে তারা কতটা ঘৃণা করে। আর শিশির ভাই হয়েছে সুনামগঞ্জ জেলাবাসীর কাছে এক অমূল্য রত্ন। যেই রত্ন চাইলেই পাওয়া যায় না। কোটি কোটি টাকা খরচ করেও খরিদ করা যায় না। অতএব,আপনাদের চুলকানি আপনাদের জন্য ক্ষতিকর। আপনাদের চুলকানিতে জনতার ভালোবাসা থেকে শিশির ভাইকে বঞ্চিত করতে পারবেন না। এই ভালোবাসা হৃদয়ের অন্তর আত্মার মিল।

আমার বাস্তব জীবনের পরিবর্তন,
আমি যেদিন শিশির ভাইয়ের সাথে প্রথম দেখা করেছিলাম, সেদিনেই আমার কাছে মনে হয়েছিলো আমি আল্লাহ প্রদত্ত এক প্রতিনিধির সাথে দেখা করেছি।এই প্রতিনিধির কাছে ধনী গরিব সবাই সমান।এই প্রতিনিধির হাতে রয়েছে সত্যের কলম, হৃদয়ে রয়েছে আল্লাহর ভয়। সেই প্রতিনিধি সাধারণ কোনো প্রতিনিধি নয়, সেই প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে দেশ এবং জাতির জন্য অশেষ রহমত। বিশ্বের কাছে দেশ এবং জাতির জন্য অমূল্য রত্ন ভান্ডার। শিশির ভাইকে নিয়ে লিখতে গেলে লেখার শেষ হবে না। প্রিয় নেতা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের অধিকারী, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অনুপ্রেরণায় নায়ক, প্রিয় ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে আগামী দিনের পথ চলা সুন্দর ও সুখময় কামনা করে আজকের লেখার সমাপ্তি করছি।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!