আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ প্রতিনিধি।
উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ বাদেদে ওরাইল ফুলতলী আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহ: এর ইসালে সোওয়াব উপলক্ষে আগামী ১৫ জানুয়ারী রোজ সমবার লাখো বক্তদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন।
এই সম্মেলনে দেশি-বিদেশি বিখ্যাত উলামায়ে কেরাম নাসিহত পেশ করবেন।
আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলার লাখো মুরিদ ও ভক্তবৃন্দের সমাগমে মুখরিত হয় বালাইর হাওর।
প্রতি বারের ন্যায় এবারও বালাইর হাওর প্রস্তুত করা হয়েছে লাখো ভক্তবৃন্দের জন্য এক বিশাল সামিয়ানা, পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা।
এবারের আকর্ষণটা আরেকটু ভিন্ন, কেননা আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলার ছোট্ট ছেলে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
সিলেট -৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত এমপি কে শুভেচ্ছা জানাতে লাখ ভক্তের সমাগম হবে বলে আয়োজকেরা আশাবাদী, তাই এবারের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্তা জোরদার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
সব মিলিয়ে এবারের ইসলামী মহাসম্মেলন অতীতের সকল সম্মেলনকে ছাড়িয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদী।