মো: আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট) :-
সিলেটের জৈন্তাপুরে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (র.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদ্রাসার ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৫ই জানুয়ারি) সকাল ১০ ঘটিকা হইতে পরদিন পর্যন্ত মাদ্রাসা মাঠে হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমেদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেছেন, মুনাযিরে ইসলাম শাইখুল হাদিস ওয়াত তাফসির আল্লামা ড. মনজুর আহমদ মেঙ্গল হাফিযাহুল্লাহ (পাকিস্তান), শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী হাফিযাহুল্লাহ (বাংলাদেশ-সিলেট), আওলাদে রাসূল সা. শায়খুল হাদিস সায়্যিদ আফ্ফান মনসুরপুরী হাফিযাহুল্লাহ (ভারত), ওলিয়ে কামিল, শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক বরুণী হাফিযাহুল্লাহ (বাংলাদেশ-সিলেট), শায়খুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ হাফিযাহুল্লাহ (বাংলাদেশ- ঢাকা) প্রমুখ।
এছাড়াও বয়ান পেশ করছেন, প্রখ্যাত ওয়ায়েজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজী হাফিযাহুল্লাহ, শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুল বাতেন কাসেমী হাফিযাহুল্লাহ (ঢাকা), খতিবে সিরাত মাওলানা মুনাওয়ার আহমদ মাহমুূী (পাকিস্তানী), শায়খুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসা মাওলানা আব্দুল কাদির (বাগেরখালী), দারুল উলুম হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান (কাসেমী) সহ স্থানীয় ও দেশ - বিদেশের খ্যাতিমান উলামা- মাশায়েখ বয়ান পেশ করেন।
এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামানসহ এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ।
ঐতিহাসিক এই বার্ষিক ওয়াজ মাহফিলে জৈন্তাপুর,গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট সিলেট সদরসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশ নেন।
উক্ত ওয়াজ মাহফিলে নগদ চাঁদা উত্তোলন হয় ৮০,৪০,২৬৬/- ( আশি লক্ষ চল্লিশ হাজার দুইশত ছেষট্টি টাকা)।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ