বিকাল বার্তা প্রতিবেদক>>
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন। তিনি জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর ডায়াবেটিস ও হার্টের সমস্যা থাকায় চেকআপের জন্য সকাল ১০টায় হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় সাবেক পরিকল্পনা এমএ মান্নানকে।
এব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে বার্ধক্য জনিত কারণসহ অন্যান্য অসুস্থতায় কারাগার থেকে হাসপাতাল পাঠানো হয়। চিকিৎসকরা তার অবস্থা দেখে ভর্তি করার পরামর্শ দেন।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে বলেও জানান সৌমিত্র চক্রবর্তী।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, চিকিৎসকরা এম এ মান্নানের পরীক্ষা নিরীক্ষা করছেন। তার ব্যাপারে পরবর্তীতে করণীয় বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে জেনে জানাবো।
উল্লেখ্য- সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে এম এ মান্নান অসুস্থ বোধ করেন। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ওইদিন বিকেল সাড়ে ৩টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ