স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী
উখিয়া (কক্সবাজার), ৬ এপ্রিল:
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সকাল ১০ টা ৩৯মিলিটের সময় আপন চাচাতো ও জেঠাতো ভাইদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
নিহতরা হলেন—আব্দুল্লাহ আল মামুন (৩৬), আব্দুল মান্নান (৩৫), এবং শাহিনা আক্তার (৩৪)।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ