বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাধীন উখিয়া ও কুতুবদিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই সাথে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপি'র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।
তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উখিয়া ও কুতুবদিয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে দুই উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
উখিয়া উপজেলা আহ্বায়ক কমিটিতে সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
সদস্য হিসেবে রয়েছেন, এম মোকতার আহমদ, জহুর আহমদ চৌধুরী, তারেক মোহাম্মদ রাজিব চৌধুরী, ছাবের আহমদ কনট্রাক্টর ও দলিলুর রহমান শাহিন।
অন্যদিকে কুতুবদিয়া উপজেলার আহ্বায়ক কমিটিতে ছৈয়দ আহমদ (সাবেক চেয়ারম্যান) কে আহ্বায়ক ও এম এ সালাম কুতুবীকে সচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন, এটিএম নূরুল বশর চৌধুরী (সাবেক এমপি), মোবারক হোসাইন (সাবেক চেয়ারম্যান), জালাল আহমদ (সাবেক চেয়ারম্যান) আকতার হোসাইন চেয়ারম্যান ও আবু মুছা কুতুবী।
এই দুই উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ