মোঃশাহেদুল ইসলমা
স্টাফ রিপোর্টোর।
কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলম সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৫) ও মেয়ে মুনতাহা প্রকাশ জারিয়া আকতার (৫)।
বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসাইন। ওসি বলেন, মা ও মেয়েকে হত্যার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন মা ও মেয়ের মরদেহ বাড়ির রান্নাঘরে পড়ে রয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কি কারণে, কারা খুন করেছে সেটি এখনো জানতে পারেননি বলেন ওসি আরমান হোসাইন।
স্থানীয়রা জানান, নুরুল আলম সওদাগর জুমার নামাজ শেষ করে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী ও সন্তানের মরদেহ। তাদের মরদেহ দেখেই অজ্ঞান হয়ে পড়েন তিনি৷ বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ