আমিনুল ইসলাম রনি আমিন রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এসময় মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
রোববার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, বিপুল ইয়াবা পাচার হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে অভিযান পরিচালনা করে।
অভিযানমে নেতৃত্বদান কারী চৌকশ পুলিশ দল মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তিনি আরো বলেছেন
গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার বদিউল আলমের ছেলে শাহজাহান।
সে অভিযান টেরপেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এসময় মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার করা হয়। যেখান থেকে ১২ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পসওয়া যার।
যার আনুমানিক মূল্য প্রায় ৩৭ কোটি ৫০ লাখ টাকা। বলে ধারনা করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ